10 September 2018

হরিহরপাড়ায় খুন ১ তৃণমুল কংগ্রেস কর্মী, আহত ১



ওয়েবডেস্ক, কথাবার্তা, হরিহরপাড়া, ১০ সেপ্টেম্বরঃ দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে খুন হরিহরপাড়ায় এক তৃণমূল কর্মী ও আহত আরও তৃণমূল কর্মী। মৃতের নাম মাইনুল সেখ(৪৮)। আহত অসেদ সেখ। তাদের দুজনের বাড়ি হরিহরপাড়া থানার দস্তুরপাড়া গ্রামে।

জানা যায়, মাইনুল সেখ স্কুটি চালাচ্ছিল আর তার পেছনে স্কুটিতে বসেছিল অসেদ সেখ। তারা দুজন স্কুটিতে করে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিল। সে সময় কয়েকজন দুষ্কৃতি তাদের বাইক লক্ষ করে গুলি চালায়। স্কুটি চালক মাইনুল সেখের বুকে গুলি লাগে।

আহত ব্যক্তি

অসেদ সেখ স্কুটি থেকে লাফিয়ে পালিয়ে যায়। অসেদের চিৎকারে লোকজন ছুটে এসে তাদেরকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মাইনুলকে মৃত বলে ঘোষণা করেন। আহত অসেদ সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। 


No comments:

Post a Comment