11 September 2018

রেজিনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের আর্জিতে মুখ্যমন্ত্রীকে চিঠি কন্যাশ্রী ছাত্রীদের



ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ১১ সেপ্টেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প 'কন্যাশ্রী' কেবল দেশ নয়- বিশ্ব দরবারেও শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে। ইতিমধ্যে এই প্রকল্পটির আওতায় অষ্টম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়াশোনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেইসঙ্গে,গত ১৪ই আগষ্ট নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে 'কন্যাশ্রী দিবস' উদযাপন অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক ঘোষণায় জানিয়েছেন, রাজ্যে কন্যাশ্রী বালিকাদেন জন্য স্বতন্ত্র একটি 'কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়' গড়ে তোলা হবে।

     ঘোষণা শ্রবণ মাত্রই মুর্শিদাবাদ জেলায় এই নবঘোষিত কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিষয়ে অনুরোধ-প্রস্তাব জানিয়ে আবেদন পাঠিয়েছেন রেজিনগরের  বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী সাবির চাঁদ।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, "সারা রাজ্যের নীরিখে মুর্শিদাবাদ জেলা এখনও শিক্ষায় পিছিয়ে রয়েছে। তবে, কন্যাশ্রী, সবুজসাথী, স্কলারশিপ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সহায়তায় এই জেলাতে  নারী শিক্ষার হার ক্রমশই ব্যাপক বৃদ্ধি ঘটছে। বাল্যবিবাহের হারও অাগের তুলনায় হ্রাসপ্রাপ্ত হচ্ছে। যা, শিক্ষা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে খুবই আশাব্যাঞ্জক। ফলে, আগামীদিনে জেলার বিপুল সংখ্যক ছাত্রী  উচ্চশিক্ষার আওতায় চলে আসবে। এই বিষয়টির কথা ভেবেই মাননীয়া মুখ্যমন্ত্রীকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলায় এই নবঘোষিত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার আর্জি জানিয়েছি। সেইসঙ্গে, বিশ্ববিদ্যালয়টির জন্য জমি চিহ্নিত করার ক্ষেত্রে  সর্ববিধ পরিকাঠামোযুক্ত-যোগাযোগ ব্যবস্থায় আদর্শ রেজিনগর শিল্পতালুকের জমিকে সুবিবেচনায় রাখার বিষয়টিও অাবেদনপত্রে উল্লেখ করেছি। আমরা আশাবাদী, কেননা মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বোলপুর শিল্পতালুকের জমিতে 'বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়' গড়ে উঠছে।"




    শিক্ষক সাবির চাঁদের প্রেরণায় তাঁর ছাত্রীরাও কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ঘোষণায় খুবই উৎসাহিত হয়ে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা শুরু করেছেন। একটি-দুটি নয় এক হাজার পোস্টকার্ডে তাদের আবেদন পাঠানো শুরু হয়েছে। একাদশ শ্রেণির ছাত্রী 'কন্যাশ্রী' টুম্পা খাতুনের কথায়, "মাননীয়া মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ঘোষণায় আমরা খুব খুশি। সাবির চাঁদ স্যার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়টি আমাদের জেলার রেজিনগর শিল্পতালুকে গড়ার বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন। আমরা সবাই স্যারের সঙ্গে আছি। আমরাও পোস্টকার্ডে মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই আবেদন জানাচ্ছি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসেই পত্র প্রেরণের কাজটি শুরু হল।"

No comments:

Post a Comment