ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১৫ আগস্ট: অবশেষে নিখোঁজ দুই ছাত্র ঘরে ফিরল।শক্তিপুরের দুই সপ্তম শ্রেণীর ছাত্র নূর মহম্মদ সেখ ও আসরাফ সেখ বৃ্হস্পতিবার থেকে নিখোঁজ ছিল। ছয় দিন পরে হাওড়া জেলার হোম থেকে তাদের দুজনকে উদ্ধার করে বাড়ি আনা হয়েছে। ছাত্রদের পরিবার সূত্রে জানা যায়, তারা দুজনে প্রথমে বাজারসৌ স্টেশন থেকে ট্রেনে চেপে হওড়া স্টেশনে যায়। সেখানে স্টেশনের আসেপাসে তারা ঘুরে বেড়াতে থাকে। দিন দুই পর হাওড়া স্টেশনের একটি জিআরপিএফ-এর নজরে এলে তাদের জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটা জানতে পেরে সেই জিআরপিএফ স্টেশন কর্তৃপক্ষকে জানান। তাদের দুজনকে হওড়ার স্টেশন সংলগ্ন একটি হোমে রাখা হয়। পরে সেখান থেকে শক্তিপুরে যোগাযোগ করে দুজনকে পরিবারের হতে তুলে দেওয়া হয়। ঘরের ছেলে ঘরে পেয়ে খুশি আনন্দ পরিবারের মধ্যে।
আরও পড়ুন -
শক্তিপুর থেকে নিখোঁজ দুই সপ্তম শ্রেণীর ছাত্র
আরও পড়ুন -
শক্তিপুর থেকে নিখোঁজ দুই সপ্তম শ্রেণীর ছাত্র
 


 
No comments:
Post a Comment