06 March 2018

পথ দুর্ঘটনায় মারা গেলেন বেলডাঙা হাটের মালিক



ওয়েবডেস্ক, ৬ মার্চ,বেলডাঙা : পথ দুর্ঘটনায় মারা গেলেন ঐতিহ্যবাহী বেলডাঙা হাটের মালিক। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানা এলাকার পেট্রল পাম্পের সামনে ৩৪ নং জাতীয় সড়কে। মৃতের নাম  ইকবাল রশিদ(৬১)। ঘটনায় শোকের ছায়া নেমেছে বেলডাঙায়। 
স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুর নাগাদ মারুতি ভ্যানে করে বহরমপুর থেকে বেলডাঙা ফিরছিলেন তিনি।  ঠিক সেই সময় একটি টুকটুক গাড়িকে পাশ কাটাতে গিয়ে একটি বহরমপুরগামী গ্যাসের গাড়ির সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় তাঁকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

No comments:

Post a Comment