15 August 2018

সাহিত্য বাসর অনুষ্ঠান বেলডাঙা মিশন ফর মাল্টিপারপাস এডুকেশন-র উদ্যোগে


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৫ আগস্ট: বেলডাঙা মিশন ফর মাল্টিপারপাস এডুকেশন-র উদ্যোগে ১৫ আগস্ট সাহিত্য বাসর অনুষ্ঠানের আয়োজন করা হয় বিকাল ৪ টে থেকে বেগুনবাড়িতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্যিকরা। অনুষ্ঠানে স্বরচিত গল্পপাঠ করেন সাহিত্যিক  সুকুমার রুজ, সাহিত্যিক চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, সাহিত্যিক আনসাররুদ্দিন, স্বরচিত কবিতা পাঠ করেন কবি আব্দুল বারি, কবি সামিম আক্তার খান, কবি আবদুস সামাদ, গান গেয়ে শুনান সংগীত শিল্পী সুমন রুজ, কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুমিত্রা খান, স্বরচিত ছড়া পাঠ করেন কবি মোঃ নুরুল ইসলাম মিয়া ও দীননাথ মণ্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এই প্রতিষ্ঠানের সহ-সম্পাদক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে উদ্যোক্তা সাহিত্যিক রাজকুমার শেখ বলেন 'পিছিয়ে পড়া বেলডাঙা ব্লকে সাহিত্য প্রীতি গড়ে তোলার লক্ষ্যে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করেছি।'   


No comments:

Post a Comment