ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৪ মার্চ : বেলডাঙায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক। আহত আরও ১। ভাইকে পরীক্ষা কেন্দ্রে রেখে বাড়ি যাবার পথে এই ঘটনা ঘটে বলে জানা যায়। মৃতের নাম সাকিল আহামেদ (১৯)। আহতের নাম মাসুদ সেখ। তাদের বাড়ি বেলডাঙা থানার ভাবতা গ্রামে। মৃত লালবাগ কলেজের প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১ টা নাগাদ বেলডাঙা থানা এলাকার ঝুনকা মোড় সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে। স্থানীয় সূত্রের খবর, এদিন ভাইকে বাইককে করে দেবকুন্ড হাই মাদ্রাসায় রেখে বাড়ি ফিরছিল। ফেরার পথে বাইককে আর এক আরোহী ছিল বলে জানা যায়। বেলা ১ টা নাগাদ বেলডাঙা থানা এলাকার ঝুনকা মোড় সংলগ্ন এলাকায় একটি বেলডাঙাগামী ডাম্পার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত হয় বাইক আরোহী সাকিল আহামেদের। গুরুতর আহত অবস্থায় বহরমপুর মেডিকাল কলেজে ভর্তি হয় অপর বাইক আরোহী মাসুদ সেখ।


No comments:
Post a Comment