ওয়েবডেস্ক, কথাবার্তা, হরিহরপাড়া, ১৪ আগস্ট: হরিহরপাড়া পথ দুর্ঘটানায় মৃত ১, আহত ১। তাদের বাড়ি হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামে। মৃতের নাম লিটন মন্ডল ও আহতের নাম নাসিম সেখ। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ। সূত্রের খবর, এদিন রাতে তারা হরিহরপাড়া থেকে কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে হরিহরপাড়া থানার বেনেকুলার রাস্তায় একটি লছিমনকে পাশ কাটাতে গিয়ে বাইকটি সরাসরি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু একজনের। অন্যজনকে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।


No comments:
Post a Comment