12 August 2018

শক্তিপুর থেকে নিখোঁজ দুই সপ্তম শ্রেণীর ছাত্র


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১২ আগস্ট: শক্তিপুরের দুই সপ্তম শ্রেণীর ছাত্র বৃ্হস্পতিবার থেকে নিখোঁজ। একজন নূর মহম্মদ শেখ (১১) বাবার নাম হাসেন আলী শেখ। অন্যজন আশরাফ আলী(১১) বাবার নাম বাবু শেখ। দুজনে বাড়ি শক্তিপুর থানা এলাকার সেকেন্দারপুর মাঠপাড়া গ্রামে। নূর মহম্মদ শেখের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার সময় ছাত্রের বাবা একটু বকাবকি করে ছেলেকে ঠিকঠাক পড়াশোনার জন্য এবং ছেলের হাত বেঁধে কিছুক্ষণ রেখে দেয়। পরে খুলেও দেওয়া হয়। পরদিন সকাল ৯ টার সময় ওই দুই ছাত্র বাড়ি থেকে পালিয়ে যায়। নূর মহম্মদের মায়ের দাবি যে, তাদের সমস্ত আত্মীয়দের বাড়িতেই যোগাযোগ করা হয়েছে, কিন্ত সেখানে যায়নি বলে জানা যায়। দুই পরিবার মিলে শক্তিপুর থানায় বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোন সন্ধান পাওয়া যায়নি।


No comments:

Post a Comment