ওয়েবডেস্ক, হরিহরপাড়া, ১৪ মার্চ : মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় বোমাতঙ্ক। বুধবার বেলা ১২ টা নাগাদ হরিহরপাড়া থানা এলাকার স্বরুপপুর গ্রামের ভৌরব নদীর ধারে পলিথিন ব্যাগে বোমা দেখতে পায় স্থানীয়রা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা হরিহরপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে বোমা উদ্ধার করে। যদিও পুলিশ বোমাগুলিকে সুতলি বোমা বলে দাবি করে। তবে এই বোমা কি করে আসলো সে বিষয়ে পুলসগ তল্লাশি চালাচ্ছে।


No comments:
Post a Comment