ওয়েবডেস্ক, ডোমকল, ১২ মার্চ : জমি নিয়ে গন্ডগোলের জেরে ভুজালি দিয়ে কুপিয়ে খুন বড়ো ভাইকে। চার ভাই মিলে মাঠে ফেলে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ডোমকল থানার আমিনাবাদ বিশ্বাস পাড়া এলাকায়। মৃতের নাম নইমুদ্দিন বিশ্বাস (৬৫)। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল তাদের মধ্যে। তারেই জেরে সোমবার ভোর রাতে জমির শ্যালোঘর থেকে বাড়ি ফেরার সময় তাকে চার ভাই মিলে ঘিরে ধরে ভোজালি মারে। গুরুতর অবস্থায় তাকে ডোমকল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষনা করে।


No comments:
Post a Comment