12 March 2018

ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত ১ ও আহত ১



ওয়েবডেস্ক, ইসলামপুর, ১২ মার্চ: ইসলামপুরে লরির সঙ্গে বাইক সংঘর্ষে মৃত একজন ও আহত একজন। মৃতের নাম সামেদ খলিফা(৪৬) ও আহতের নাম সানিরুল খলিফা।। সোমবার সকাল ৮ নাগাদ ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার টেকারাইপুর রাজ্যসড়কে। এদিন কর্মসূত্রে বাইক নিয়ে বের হয়েছিল সামেদ খলিফা, সঙ্গে ছিল তার নাতি সানিরুল খলিফা। বাড়ি থেকে বের হয়ে রাজ্য সড়কে উঠতেই ইসলামপুর থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়, লরির চাকাই পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় বাইক চালক সামেদ খলিফা। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সানারুল খলিফাকে ইসলামপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।



No comments:

Post a Comment