10 November 2017

বেলডাঙায় সাইকেলের দাবিতে বিক্ষোভ


ওয়েবডেস্ক,বেলডাঙা, ১০ নভেম্বর: বেলডাঙায় 'সবুজ সাথি' সাইকেলের দাবিতে স্কুল ভাঙচুর ও রাজ্যসড়ক অবরোধ। শুক্রবার দুপুর ২ টা নাগাদ এই বিক্ষোভ দেখায় মানিকনগর হাই স্কুলের দশম ও একাদশ শ্রেণির পড়ুয়ারা। প্রায় ২ ঘন্টা রাস্তা অবরোধের পর প্রশাসন  আশ্বাস দিলে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়। সূত্রের খবর, শুক্রবার দুপুর ১২ টা  নাগাদ মানিকনগর হাই স্কুলে নবম শ্রেণির ছাত্রীদের সবুজ সাথি প্রকল্পের সাইকেল বিতরণ করতে গেলে দশম ও একাদশ শ্রেণির পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। একাদশ শ্রেণির ছাত্র মহেন্দ্র মন্ডল জানাই, 'আমরা গত দুই বছর আগে সাইকেল পাওয়ার কুপোন পেয়েও এখন পর্যন্ত সাইকেল পায়নি। অথচ নবম শ্রেণির ছাত্রছাত্রীরা এখনই সাইকেল পাচ্ছে। আমরা অনেকবার প্রধান শিক্ষকে জানিয়েও কোনও সুফল পায়নি। তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি।'


No comments:

Post a Comment