10 November 2017

মুর্শিদাবাদে অস্ত্রসহ ধৃত ২



ওয়েবডেস্ক, রফিকুল ইসলাম, ডোমকল, ১০ নভেম্বর: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকায় থেকে দুই ব্যক্তি ধৃত এবং  তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। ঘটনায় ধৃত যুবকদের নাম রমজান সেখ(৫০) বাড়ি সাদিপুর থানার গড়িহাট এলাকায়, দ্বিতীয় জন সেখ নুর আলম(৩০) বাড়ি সাদিপুর থানার উম্নরপুর এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। জানা গেছে এদিন রঘুনাথগঞ্জ থানা এলাকার একটি জায়গা থেকে ৮ টি পাইপ গান(pipe guns), সহ ২ টো  7mm improvised fire arms এবং ২৫ round ammunition উদ্ধার করেছে পুলিশ।


No comments:

Post a Comment