রাকিবুল ইসলাম, নওদা, ১৪ নভেম্বর: নওদা ব্লক প্রশাসন ও বালি -১ গ্রাম পঞ্চায়েতের যৌথ্য পরিচালনায় কিষান ক্রেডিট কার্ড সচেতন শিবির আয়োজন হল নওদায়। সোমবার দুপুর ২ টা নাগাদ এই সচেতনতা শিবির কর্মসূচি পালন করা হয় নওদা থানার টুঙ্গি সমবায় ব্যাঙ্ক অফিসে। শিবিরে উপস্থিত ছিলেন জেলা কৃষি সেচ ও সমবায় কর্মাধক্ষ মোশারেফ হোসেন মধু, বহরমপুর সদর এস ডি ও দিব্র নারায়ণ চট্টপাধ্যয়, নওদা সমষ্টি উন্নয়ন লিটন সাহা, এডিও গৌরব সাহা সহ বিশিষ্টরা।


No comments:
Post a Comment