রফিকুল ইসলাম, ১৪ নভেম্বর, ডোমকল: সোমবার এরাজ্যে নয় ভিনরাজ্যে পড়া বন্ধ করে রাস্তায় নামলো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে এদিন দুপুরে উত্তর প্রদেশের আলিগড় এলাকায়। জানা গিয়েছে এদিন সমস্ত বাঙালী পড়ুয়ারা রাস্তায় নেমে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের জন্য। ২০১৩ সালের শেষ ও ২০১৪ সালের প্রথমদিকে শুরু হয় একসময়ের সুবে-বাংলার রাজধানী নবাবের জেলা মুর্শিদাবাদ জেলার জন্য একটি নিজস্ব বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন। যে আন্দোলনে এজেলার যুবসম্প্রদয়ের সঙ্গে পায়ে-পা মিলিয়ে তাদের আন্দোলনে সামিল হন বিভিন্ন সম্প্রদয়ের বুদ্ধিজিবী, সমাজসেবী ও শিক্ষা মহলের একটি বড় অংশের মানুষ।
বিগত বেশ কয়েক বছর ধরে এই আন্দোলন ছিল জেলা ও পরে রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। তবে বেশ কয়েক মাস ঘরে পরিকল্পনা ও আলোচনার পরে আজ ১৩ নভেম্বর সোমবার ভিনরাজ্য উত্তর প্রদেশ এর "আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়" এ আজকের এই দিনটি পড়াশোনা বন্ধ রেখে সমস্ত বাঙালী পড়ুয়ারা আজ এক হয়ে উত্তর প্রদেশ রাজ্যের সড়কে নেমে মুর্শিদাবাদ জেলার জন্য বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সামিল হয়। তাদের দাবি অতিসত্ত্বর মুর্শিদাবাদ জেলায় একটি পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে।




No comments:
Post a Comment