ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৯ অক্টোবর :চোর ডাকাত ধরার পাশাপাশি সচেতনতার পাঠ দিলেন বেলডাঙ্গা থানার ও সি সুমিত তালুকদার। রবিবার ছুটির দিনে ভাবতা-১গ্রাম পঞ্চায়েতের অধীন সংহতি সংঘের অফিসে সমস্ত সেলপ হেল্প গ্রুপের মহিলাদের চলছিল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের DLS (Direct Landing Scheme) লোনের কর্মশালা। হঠাৎ কর্মশালায় পুলিশের প্রবেশ ঘটায় গ্রুপের মহিলারা হতভম্ভ হয়ে পড়েন,কিন্ত বেলডাঙ্গা থানার ওসির বন্ধুত্বপূর্ণ ব্যবহারে অল্প ক্ষনের মধ্যে তিনি সকলের নিকট প্রিয় হয়ে ওঠেন। বাল্য বিবাহ, নারী পাচার,ড্রাগ,সেফ ড্রাইভ-সেভ লাইফ প্রভৃতি বিষয়ে সচেতনতার পাঠ দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ঠ সমাজসেবী মোঃ বদিউজ্জামান(শেফা মাস্টার),ইনামুল কবীর এবং শিক্ষক দিপক মন্ডল। আজকের কর্মশালায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তর হতে প্রায় তিরিশটি স্বয়ম্ভর গোষ্ঠিকে এক লক্ষ টাকা করে ঋন প্রদানের কর্মসূচী গৃহীত হয়।


No comments:
Post a Comment