ওয়েবডেস্ক, পলাশ ব্যানার্জী, বহরমপুর, ২৬ অক্টোবর : প্রতি বছরের ন্যায় এবছরও সারা দেশের সঙ্গে সাড়ম্বরে পালিত হচ্ছে ছট উৎসব । দেওয়ালির ছদিন পরে এই উৎসব বলেই এর নামকরণ ছট । একে সূর্যষষ্ঠীও বলে । এই পুজো মূলত মহিলাদের পুজো, এবং চার দিন ধরে চলে । যদিও পরে পুরুষরাও এতে অংশ নেন এবং 'ছট্টি মাইয়া' নামে দেবীর পুজো করে থাকেন ।
এই পুজোয় উদীয়মান সূর্য এবং অস্তগামী সূর্য দুইএরই পুজো হয় । পুজোর প্রথম দিনটি 'নহায় খায়' নামে প্রচলিত । দ্বিতীয় দিন হলো 'খর্না' । আর তৃতীয় দিনটি হলো 'ছট' । চতুর্থ দিনটিকে সব থেকে পবিত্র বলে মনে করা হয়, এদিন সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য উৎসর্গ করার মধ্য দিয়েই পুজো সম্পন্ন হয় । মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর পাশাপাশি অন্যান্য নদী ও জলাশয়ের ধারেও এই পুজো চলছে ।
এই পুজোয় উদীয়মান সূর্য এবং অস্তগামী সূর্য দুইএরই পুজো হয় । পুজোর প্রথম দিনটি 'নহায় খায়' নামে প্রচলিত । দ্বিতীয় দিন হলো 'খর্না' । আর তৃতীয় দিনটি হলো 'ছট' । চতুর্থ দিনটিকে সব থেকে পবিত্র বলে মনে করা হয়, এদিন সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য উৎসর্গ করার মধ্য দিয়েই পুজো সম্পন্ন হয় । মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর পাশাপাশি অন্যান্য নদী ও জলাশয়ের ধারেও এই পুজো চলছে ।




No comments:
Post a Comment