01 October 2017

বেলডাঙায় বস্তা বন্দী মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, রাস্তা অবরোধ, ইট বৃষ্টিতে আহত ৭ পুলিশ কর্মী



ওয়েবডেস্ক, বেলডাঙা, ১ অক্টোবর : বেলডাঙায় বস্তা বন্দী মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নওদায়। উত্তেজিত  এলাকাবাসী রাজ্য সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। চলে ইটবৃষ্টি। জানা গেছে নওদা থানার ৭ পুলিশকর্মী আহত হয়েছে। রবিবার সকাল ৬ টা নাগাদ বস্তা বন্দী মৃতদেহ  উদ্ধার হয় বেলডাঙা থানার পুলিন্দা গোয়ালপাড়ার ধানখেত থেকে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম  নুর হোসেন সেখ(৫৫)। বাড়ি নওদা থানার আমতলা মধুপুর গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান তাকে পিটিয়ে মারা হয়েছে। চড়া সুদে টাকা ধার করে পরিশোধ করতে না পারায় তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে মৃতের পরিবার সূত্রে জানা গেছে। 


1 comment:

  1. Thanks for sharing, nice post! Post really provice useful information!

    An Thái Sơn là địa chỉ uy tín bán máy đưa võng hay máy đưa võng tự động tốt cho bé võng điện cho bé là địa chỉ bán máy đưa võng giá rẻ tại TP.HCM và giúp bạn tìm máy đưa võng loại nào tốt hiện nay.

    ReplyDelete