30 September 2017

বেলডাঙায় রেশন মালের কারচুপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাল এলাকাবাসী, আটক ডিলার



ওয়েবডেস্ক, বেলডাঙা, ৩০ সেপ্টেম্বর : বেলডাঙায় রেশন মালের কারচুপির বিরুদ্ধে সরব এলাকাবাসী। দীর্ঘদিন থেকে পর্যাপ্ত মাল না পাওয়াই ডিলারকে জানাতে গেলে এলাকাবাসীর প্রতি মারমুখী আচরণের অভিযোগ। ঘটনাটিকে ঘিরে ব্যাপক  চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ডিলারের বাড়ি ও দোকান ভাঙচুর করে তারা। ঘটনাস্থলে বেলডাঙা ওসি সমিত তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯ টা নাগাদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার মহ্যমপুর গ্রামে। ঘটনায় আটক রেশন ডিলার রহমতুল্লা সেখ। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন থেকে রেশন ডিলার পর্যাপ্ত পরিমানে মাল দিচ্ছিল না। এই নিয়ে বিগত দিনে যতবার প্রতিবাদ করা হয়েছে ততবার সাধারণ মানুষের প্রতি তার মারমুখী আচরণ করে ডিলার। অভিযোগ এদিন সকালে এলাকাবাসী রেশন দোকানে মাল নিতে আসলে তাদের বলা হয়, রেশন দোকানে মাল নেই। কিন্তু গোডাউনে মাল ভর্তি থাকায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রেশন ডিলারের বাড়ি ও দোকান ভাঙচুর করতে লাগে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী আসে। রেশন ডিলারকে আটক করে ও বিষয়টি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।


No comments:

Post a Comment