20 September 2017

কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত ১, জনরোষে জ্বললো ট্রাক



ওয়েবডেস্ক, সাহাজামাল, বহরমপুর, ২০ সেপ্টেম্বর : কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত ১, জনরোষে জ্বললো ট্রাক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বহরা এলাকায়। ঘটনার পর থেকে বেশ কয়েক ঘন্টা বন্ধ রাজ্য সড়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কান্দির ভান্ডেরা এলাকার বাসিন্দা তরুণ ঘোষ তার ভাইয়ের মেয়েকে পৌঁছে দিতে গিয়েছিলেন স্থানীয় বহরা এলাকার বিবেকানন্দ পাঠ ভবনে। সেখান থেকে বাইকে করে বাড়ি ফেরার পথেই কান্দি-ডাকবাংলো রাজ্য সড়কের ঘোষবাটিতে কান্দিগামী একটি বালি ভর্তি ট্রাক এসে পিছন দিক থেকে তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে ঘাতক গাডিটিতে ভাঙ্গচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। ফলে দীর্ঘ সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় কান্দি-ডাকবাংলো রাজ্য সড়কে। ঘটনা সামল দিতে বিশাল থানা থানা থেকে এক পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে একপুলিশ আধিকারিক জানান, মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাক সহ চালককে আটক করেছে কান্দি থানার পুলিশ।





No comments:

Post a Comment