21 September 2017

বড়ঞা-য় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে বাস, আহত প্রায় ৪০ যাত্রী


ওয়েবডেস্ক, সাহাজামাল, বহরমপুর, ২১ সেপ্টেম্বর: রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে বাস,আহত প্রায় ৪০ যাত্রী। ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা অন্তর্গত  কুরুনুরুন পঞ্চায়েত কাগ্রাম এলাকায়। এদিনের এই ঘটনায় ব্যাপক জনজটের সৃষ্টি রাজ্যসড়কে। জানা গেছে এদিন সকালে যাত্রী বোঝায় একটি বাস আহম্মেদপুর থেকে কান্দির উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুটা আসার পরে কাগ্রাম এলাকায় বাসটির গতিবেগ বেশি হওয়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশের নয়নজলির ধানের জমিতে ছিঁটকে গিয়ে উল্টে যায়। এই ঘটনায় আহত হন বাসের যাত্রী প্রায় ৪০ জন যাত্রী। তাদের প্রথমে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়ঞা হাসপাতালে। সেখানে তাদের মধ্যে কয়েক জনের অবস্থার অবনতি ঘটতে দেখে চিকিৎসক তাদের স্থানান্তর করেন কান্দি মহকুমা হাসপাতালে। এই ঘটনায় স্থানীয়রা জানান গাড়ির যান্ত্রিক ত্রুটির কারনেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের অনুমান। কারন এর কয়েক দিন আগে ও এই বাসটিই দুর্ঘটনার কবলে পড়েছিল। 




No comments:

Post a Comment