02 August 2017

কান্দিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার



ওয়েবডেস্ক, সাহাজামাল, কান্দি, ২ আগস্ট : কান্দিতে কানা ময়ুরাক্ষী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দির হোমতলা এলাকায় কানা ময়ুরাক্ষী নদী থেকে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিন দুপুরে স্থানীয় কয়েকজন বালক নদীতে স্নান করতে গিয়ে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ টিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তির  সন্ধানে খোঁজ চালাচ্ছে কান্দি থানার পুলিশ।

No comments:

Post a Comment