31 July 2017

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় টেকার উল্টে মৃত ১, জখম ২২



ওয়েবডেস্ক, সাজামাল, ডোমকল, ৩১ জুলাই : সোমবার মুর্শিদাবাদ জেলার ডোমকলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় টেকার উল্টে মৃত ১, জখম আরও ২২ জন। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে রানীনগরের সেখপাড়া -সাগরপাড়া রাজ্য সড়কের বংশিবদনপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম গাজলু সেখ (৪৫)। বাড়ি জলঙ্গি থানার জয়পুর ঘোড়ামারা। সূত্রের খবর,  রবিবার মধ্যরাতে সেখপাড়া-সাগরপাড়া রাজ্য সড়কে সেখপাড়াগামী একটি যাত্রী বোঝায় টেকার বংশিবদনপুর এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে গাড়িটি নয়নজলিতে উল্টে পড়ে যায়।  স্থানীয়দের চেষ্টায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আহত ২৩ জনের মধ্যে ১ জন যাত্রীকে মৃত বলে জানান। বাকিদের মধ্যে ১৭ জন যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটায়, তাদের আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিরা গোধনপাড়া ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।  ঘটনায় জখম একযাত্রী বলেন, 'আমি সেখপাড়া থেকে টেকারে চেপেছিলাম। টেকারটি যাত্রীতে বোঝায় ছিল তার পরও গাড়ির কর্মীরা গাড়ির ছাদে অনেক যাত্রী তুলেছিলেন। গাড়িটিও প্রচন্ড গতিতে ছুটছিল। হঠাৎ বংশিবদনপুর রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়াতে এই দুর্ঘটনা। এই ঘটনায় মৃত যাত্রী ট্রেকারের ছাদে চেপেছিল। তাই টেকার উল্টে যাওয়ায় গাড়ির তলায় চাপা পড়ে মারা গিয়েছে।'



No comments:

Post a Comment