ওয়েবডেস্ক, হরিহরপাড়া, ৮ জুলাই : আবার এক নাবালিকার বিয়ে রুখে দিল কন্যাশ্রী যোদ্ধারা হরিহরপাড়ায়। দশম শ্রেণির ছাত্রী ফিরদৌসা খাতুন, বাড়ি হরিহরপাড়া থানার বারুইপুর গ্রামে। বাবার নাম আলাউদ্দিন সেখ। ফিরদৌসা খাতুন বারুইপুর হাই স্কুলে দশম শ্রেণিতে পড়ে। তার বিয়ে ঠিক হয় হরিহরপাড়ার কামিশনগর গ্রামের পেশায় ট্রাক্টর চালক মতিউর রহমানের সঙ্গে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে কন্যাশ্রী যোদ্ধারা পুলিশ প্রশাসন ও সিনি সংস্থার সদস্যদের সহযোগিতা নিয়ে হাজির হন ওই নাবালিকার বাড়িতে। তারা নাবালিকার পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝান। ওই পরিবার প্রশাসনকে মুচলিকা দেন এই মর্মে যে, তাদের মেয়ে সাবালিকা হলে তবে বিয়ে দিবে।


No comments:
Post a Comment