08 July 2017

নওদায় পথ দুর্ঘটনা মৃত এক স্কুল পড়ুয়া, চাঞ্চল্য এলাকায়



ওয়েবডেস্ক, বেলডাঙা, ৮ জুলাই :  নওদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়ার। স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম ইসমাইল সেখ(৮)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২ টা নাগাদ আমতলা বেলডাঙা রাজ্য সড়কের উপর নওদা থানার এলিয়টনগর মোড়ে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উত্তেজিত এলাকাবাসীরা প্রায় ৩০ মিনিট বন্ধ রাখে আমতলা-বেলডাঙা রাজ্য সড়ক। ঘাতক গাড়িটি সহ চালক পলাতক। স্থানিয় বাসিন্দা সূত্রে খবর, শনিবার দুপুর ২ টা নাগাদ স্কুল থেকে ইসমাইল সেখের  বাড়ি ফেরার পথে বেলডাঙাগামি একটি গরু ভর্তি ছোটহাতি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা মারে। মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে গেলে ঘটনাস্থলে মৃত হয় তার। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উত্তেজিত এলাকাবাসীরা প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে রাজ্য সড়ক। ঘটনাস্থলে পুলিশ এসে মৃত দেহটিকে নিয়ে যায়।


No comments:

Post a Comment