ওয়েবডেস্ক, রানিনগর, ৫ জুলাই : বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন করতে স্কুলে স্কুলে প্রচারে নামল রানিনগর থানার ওসি অরুপ কুমার রায়। মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার উদ্যোগে মুনষি পাড়া হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বুধবার এক সচেতনা শিবিরের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। শিবিরে উপস্থিত ছিলেন রানিনগর থানার ওসি অরুপ কুমার রায় সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিন বাল্যবিবাহের পাশাপাশি নারী পাচার ও ইভটিজিং সম্পর্কেও সচেতনামূলক বক্তব্য রাখেন রানিনগর থানার ওসি অরুপকুমার রায়। বিদ্যালয়ে এসে পুলিশের সচেতনতা শিবিরের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সমাজ সচেতন মানুষ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুশি পুলিশের কাছ থেকে এই সচেতনতা বিষয়ের কথা জানতে পেরে।


No comments:
Post a Comment