ওয়েবডেস্ক, হরিহরপাড়া, ৫ জুলাই : ট্রাক্টর উল্টে মারা গেল হরিহরপাড়ার এক যুবক। নাম মতিউর রহমান(১৮)। পেশায় দিনমজুর। তার বাড়ি হরিহরপাড়া থানার হুচকিপাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টা নাগাদ হরিহরপাড়া থানার উত্তরপাড়া মাঠে। প্রত্যক্ষদর্শী হানিফ আলম বলেন, ‘মতিউর সেখ উত্তরপাড়া মাঠে তার নিজের জমির পাট ট্রাক্টরে করে বাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রাক্টরটি উল্টে গেলে মতিউর চাপা পড়ে যায় ট্রাক্টরের নিচে। আমরা পাট সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি।'


No comments:
Post a Comment