ওয়েবডেস্ক, হরিহরপাড়া, ১ জুলাই : মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় এক যুবককে ব্যাপক মারধর করে সোনার আংটি সহ নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় এখন সে হরিহরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি ১০ নাগাদ হরিহরপাড়া থানার স্বরূপপুর মোড়ের কাছে। যুবকের নাম আনারুল সেখ পেশায় টুকটুক গাড়ি চালক। তার বাড়ি হরিহরপাড়ার ডাঙাপাড়া। আনারুল সেখ বলেন, ‘আমি সারাদিন টুকটুক চালিয়ে রাত্রি ১০ টা নাগাদ বাড়ি ফিরছিলাম। স্বরূপপুর মোড় পাড় হয়ে একটু সামনে এগোতে হঠাৎ ৫ জন দুষ্কৃতী আমার ওপর ঝাঁপিয়ে পড়ে টুকটুক থেকে নামিয়ে মারধর আরম্ভ করে দেয়। আমি কিছু বোঝে ওঠার আগেই আমার আঙ্গুল থেকে একটি সোনার আংটি ও পকেট থেকে ১৫০০ টাকা বের করে নেয় এবং আমার টুকটুক গাড়িটি ওরা নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। আমার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসলে আমার টুকটুক গাড়িটি রেখে ছুটে পালিয়ে যায়।' স্থানীয়বাসিন্দা আকবর আলী বলেন, ‘আমরা চেঁচামেচি শুনে ছুটে আসি। ঘটনাস্থলে আসতেই কয়েকজন ব্যক্তি টুকটুক গাড়ি রেখে ছুটে পালায় এবং লক্ষ্য করি টুকটুক চালক রাস্তায় গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যায়।' পুলিশের এক আধিকারিক জানান, ‘ওই পাঁচজন দুষ্কৃতির নামে এফ আই আর জমা পড়েছে। আমরা তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছি।'


No comments:
Post a Comment