02 July 2017

ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বেলডাঙার স্বরূপনগরে



ওয়েবডেস্ক, বেলডাঙা, ২ জুলাই : পবিত্র  রমজান মাসকে ঘিরে যখন সারা বিশ্ব দুঃস্থ মানুষকে সাহায্যার্থে  মশগুল সেখানে গ্রামাঞ্চল কোন অংশে কম নয় কিন্তু। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার স্বরূপনগর গ্রামের স্বরূপনগর রসূল ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ২৩ জুন শুক্রবার। অনুষ্ঠানে এলাকার দুঃস্থ গরীব মানুষকে বস্ত্র বিতরণ এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আনম চৌধুরী,  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পরিষদীয় প্রাক্তন সচিব চাঁদ মহম্মদ, জেলার উপভক্তা বিষয়ক দপ্তরের অফিসার বকুল সাহা ও বিশিষ্টজনেরা। সোসাইটির সম্পাদক আবু তাহের সেখ বলেন, 'এটা আমাদের চতুর্থ বর্ষ বস্ত্র বিতরণ অনুষ্ঠান। প্রতি বছরের মত এবারেও এলাকার ৩৭০ জন গরীব দুঃস্থ মানুষের হাতে ঈদ উপলক্ষে বস্ত্র তুলে দিলাম। এবছরের কৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হল।' 


No comments:

Post a Comment