19 July 2017

বাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দুই বাইক আরোহী



ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৯ জুলাই : বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল দুই বাইক আরোহী। বুধবার ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ডোমকল থানার ভগীরথপুর কালুপুর রাজ্য সড়কে। ডোমকল থানার এস আই এম ডি আব্দুল আলিম জানিয়েছেন গুরুতর জখম ওই দুই ব্যক্তি নাম হাসিম আব্দুল (৩২) ও হাসিম আব্দুল হালিম (২৩)। দুজনেরই বাড়ি ডোমকল থানার লস্করপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, বিশেষ কাজে তারা দুজন বাইকে করে ভগীরথপুর থেকে ডোমকল আসছিল তখনই একটি কার ডোমকল থেকে ভগীরথপুরের দিকে যাচ্ছিল। সেই সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে তাদের মধ্যে। গুরুতর জখম হয় দুই বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা তাদের ডোমকল মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে  দুজনের অবস্থা খুব আশঙ্কাজনক হওয়াই সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটিকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থলে না পৌঁছাতেই  মারুতি কারের চালক পালিয়ে যায়।


No comments:

Post a Comment