ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৮ জুন : পবিত্র রমজান মাসকে ঘিরে যখন সারা বিশ্ব ইফতার পরিবেশনে মশগুল সেখানে গ্রামাঞ্চল কোন অংশে কম নয় কিন্তু। কথা যেমন ঠিক তেমনি বলা যায়, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা এলাকার রবিবার কাপাসডাঙা গ্রামের একমাত্র সংস্থা কাপাসডাঙা অগ্রগামী ক্লাবের আয়োজিত 'বস্ত্র বিতরন ও ইফতার মাহফিল'কে কেন্দ্র করে দেখা গেল হাজার মানুষের ঢল। যে গ্রামের নাম আমরা খবরের শিরোনামে দেখে থাকি সচরাচর বোমাবাজি ও খুনাখুনির নামে। রাজনীতির মায়াজালে যে গ্রাম কখনই মাথা তুলে দাঁড়াতে পারেনি, আজ তারা ক্লাবের ছত্রছায়ায় নতুন মুখ পেয়েছে। কাপাসডাঙা অগ্রগামী ক্লাব দীর্ঘ ৪০ বৎসর আগে জন্মলাভ করলেও তাদের সুপ্তদশা কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু বিগত বছর থেকে তারা যেভাবে খেলাধুলায় সুনাম অর্জন করে চলেছে, তেমনিভাবে গ্রামের শিক্ষাদীক্ষা ও সমাজকল্যানের কাজে এগিয়ে চলেছে। তাদের নানাবিধ কর্মসূচীর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ। এদিন সারাদিন ব্যাপী মঞ্চে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পাশাপাশি এবছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, গ্রাম ও তার সংলগ্ন অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক দরিদ্র-অসহায় মানুষকে বস্ত্র বিতরনের আনুষ্ঠানিক সূচনা এবং সবশেষে প্রায় হাজার খানেক লোকের ইফতার আয়োজন করে তারা। এদিন উপস্থিত ছিল প্রাক্তন মন্ত্রী মাননীয় হুমায়ুন কবীর মহাশয়। তিনি বলেন, ' কাপাসডাঙা অগ্রগামী ক্লাবের বস্ত্রবিতরণ ও ইফতারের আয়োজন করে দলনির্বিশেষে সমস্ত গ্রামের মানুষকে একসূত্রে গাথার যে পরিকল্পনা করেছে, তা অতুলনীয় ও প্রশংসনীয়।' মঞ্চে উপস্থিত শিক্ষাবন্ধু রফিকুল ইসলাম মহাশয় ক্লাবকে এই ধরনের কাজে বারবার এগিয়ে আসার উচিত বলে মন্তব্য করেন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনীতিবিদ ও সমাজসেবী আবুতাহের সেখ, সাজিবুর রহমান, রেজাউল হক, শিক্ষাবিদ জিল্লার রহমান সাহেব, মৌলানা আব্দুল মাজিদ সাহেব প্রমুখ। ক্লাব সম্পাদক তাজমত সেখ বলেন,' কাপাসডাংগা অগ্রগামি ক্লাব বর্তমানে একটি সিড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে চলেছে। আর সেই সিড়ির ধাপ গঠনে, আমাদের প্রতিটি সদস্য অতন্দ্র প্রহরীর মতো সংগ্রাম করে চলেছে। শুধু তাই নয়, ক্লাবের প্রতি গ্রামবাসীর অনুরাগ আমাদের প্রতিমুহূর্ত সক্রিয়ভাবে আমাদের জাতির সেবায় অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।'


No comments:
Post a Comment