ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৬ মে : হাই মাদ্রাসা মাধ্যমিক
পরীক্ষায় এবার ১০০ শতাংশ পাশ করে নজির গড়ল দেবকুন্ড সেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস
হাই মাদ্রাসা। সাফল্যে খুশি শিক্ষিকা সহ এলাকাবাসী। বেলডাঙ্গার স্বনামধন্য বিদ্যালয়গুলির
মধ্যে অন্যতম দেবকুন্ড সেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা। এই মাদ্রাসা
থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১৩২ জন ছাত্রী, পাশ করেছে সকলে। কোনও পরীক্ষার্থী
ফেল না করায় এবং ভাল ফলাফলের জন্য এলাকার মধ্যে সামনের সারিতে উঠে এসেছে বিদ্যালয়টি।
পরীক্ষার্থীদের মধ্যে স্টার নম্বর পেয়েছে ৬ জন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৮ জন।
বিদ্যালয়ের মধ্যে ৬৭৩ নম্বর পেয়ে প্রথম হয়েছে রুবিনা খাতুন, ৬৪০ পেয়ে দ্বিতীয় হয়েছে
রিজিয়া খাতুন। ভালো ফলাফল সম্পর্কে বলতে গিয়ে বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা মুর্শিদা খাতুন
বলেন, ‘যেখানে পাশের হার রাজ্যে ৭৯.২৫ এবং মুর্শিদাবাদ জেলায় ৮০.৮৩ শতাংশ সেখানে আমাদের
বিদ্যালয়ের পাশের হার ১০০ শতাংশ। এটি আমাদের বিদ্যালয়ের দ্বিতীয়তম মাধ্যমিক ব্যাচ।
আর এই সাফল্যের পিছনে লুকিয়ে আছে শিক্ষিকাদের শ্রম ও ছাত্রীদের অক্লান্ত প্রচেষ্টা।'
এলাকাবাসী সেলিম ইউসুফ বলেন, 'এই সাফল্যের কৃতিত্ব সম্পূর্ণ বিদ্যালয়ের।'


Awesome....
ReplyDeleteGood news
ReplyDelete