ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৫ এপ্রিল : প্রতি বছরের মতো এবারেও শুরু হয়েছে নওদার
থানার ত্রিমোহিনী গ্রামে সাংস্কৃতিক শিশু মিলন উৎসব। এই উপলক্ষে ত্রিমোহিনী ঝাঁঝরা
ক্লাবের মাঠে বসেছে মেলা। ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল সাতদিন ধরে বিকাল ৫ টা থেকে রাত
১০ টা পর্যন্ত চলবে এই মেলা। ত্রিমোহিনী এ এম আদর্শ শিশু নার্সারীর উদ্যোগে এই মেলার
আয়োজন। মেলা উপলক্ষে বাউল গান, নাচ, আবৃতি, অঙ্কন প্রতিযোগিতা মতো বিভিন্ন সাংস্কৃতিক
অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক শিশু মিলন উৎসবের সভাপতি রসিকুল আলম বলেন,
'ত্রিমোহিনী এ এম আদর্শ নার্সারী শিশু বিদ্যাপীঠের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা
প্রতিবছর এই মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে আসছি। এটা আমাদের ১৩ তম মেলা। প্রতিদিন
মেলায় প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হচ্ছে। এখান থেকে সংগৃহীত অর্থ আমরা নার্সারীর
উন্নতিকল্পে ব্যবহার করি। এই মেলা ইতিমধ্যে এই এলাকায় একটি বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে।'


bhalo mela..............
ReplyDelete