02 February 2017

বেলডাঙা স্টেডিয়াম মাঠে শুরু হল নক-আউট ফুটবল টুর্নামেন্ট


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২ ফেব্রুয়ারি :  মুর্শিদাবাদ জেলার বেলডাঙার স্টেডিয়াম মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়ে গেল বৃহস্পতিবার। বেলডাঙা বড়ুয়া যুবক সংঘের উদ্যোগে ৩২তম রমজান আলী ও মজিবুর রহমান নক-আউট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে রাজ্যের ৮টি দল। এদিন মাঠ পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।  টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাস, বেলডাঙা পৌরসভার চেয়ারম্যান ভরত কুমার ঝাওর, বেলডাঙা থানার ওসি মৃণাল সিনহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার কিশোরপুর শান্তি সংঘ বনাম পশ্চিমবঙ্গ পুলিশ কোলকাতা। হাড্ডাহাড্ডি লড়ায়ের পর পশ্চিমবঙ্গ পুলিশকে ৩/১ গোলে হারিয়ে জয়লাভ করে কিশোরপুর শান্তি সংঘ।


No comments:

Post a Comment