ওয়েবডেস্ক, ডোমকল, ৪ ফেব্রুয়ারি: মুর্শিদাবাদ জেলার জলঙ্গি পুলিশের উদ্যোগে নারীপাচার, বাল্য বিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ বিষয়ে আলোচনা ও সমাজ সচেতনতা বিষয় শিবির আলোর পথে আয়োজন করা হয়েছিল আজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অংশুমান সাহা ও মহকুমা পুলিশ আধিকারিক মাকসুদ হাসান সাহেব। অতিরিক্ত পুলিশ সুপার অংশুমান সাহা জানান, এখানকার সর্বসাধারণ মানুষের মধ্যে সচেতনতার আলো পোঁছে দেওয়ার একটি প্রয়াস এই আলোর পথে। মুর্শিদাবাদ পুলিশ সুপারের ভাবনাকে বাস্তবে রূপ দিতে সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ এই আলোর পথে নেমেছে।


No comments:
Post a Comment