ওয়েবডেস্ক, রেজিনগর, ৩০ জানুয়ারি : ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল না পেয়ে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করল স্কুলের ছাত্ররা। সোমবার দুপুর ১২ টা নাগাদ একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্ররা প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে জাতীয় সড়ক। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্ররা। সূত্রের খবর, দীর্ঘদিন থেকে রেজিনগর থানার দাদপুর এলাকার দাদপুর হাই স্কুলে সবুজ সাথী প্রকল্পের সাইকেল পাওয়া নিয়ে গণ্ডগোল চলছিল। ২০১৫ সাল থেকে কিছু ছাত্রী সাইকেল পেলেও ৬২৩ জন ছাত্রছাত্রী এখনও সাইকেল পায়নি বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। এই নিয়ে বারবার প্রধান শিক্ষককে বিক্ষোভ দেখালেও কোন সুরাহা পায়নি ছাত্রছাত্রীরা। এরই প্রতিবাদে সোমবার দুপুর ১২ টা নাগাদ একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় ৬০ জন ছাত্র দাদপুর আমবাগান ৩৪ নং জাতীয় সড়ক প্রায় ৪০ মিনিট অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সাইকেল পাওয়ার আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেয়। একাদশ শ্রেণির ছাত্র জিয়া সেখ জানান, ‘আমাদের বিদ্যালয়ের কয়েক জন ছাত্রীছাত্রী সাইকেল পেলেও আমরা অনেকেই এখনও সাইকেল পায়নি। বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে সাইকেল দেওয়া হলেও আমাদের বিদ্যালয়ে সাইকেল দেওয়া হচ্ছে না। এই নিয়ে প্রধান শিক্ষককে বারবার বলা হলেও কোনও সুরাহা মিলেনি’। কলেজ পড়ুয়া মুরসেলিম বিশ্বাস জানান ‘আমি এই বিদ্যালয়ে পরতাম। এখন আমি কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমার সাইকেল পাওয়ার কথা ছিল ২০১৫ সালে। বর্তমান ২০১৭ সাল হয়ে গেলও আমি এখনও সাইকেল পায়নি’। স্কুলের প্রধান শিক্ষক সমির কুমার মনি বলেন, ‘আমার স্কুলের কিছু পুরনো ছাত্রীদের সাইকেল দিতে পেরেছি। বর্তমানে নতুন পুরনো মিলে মোট ৬২৩ জনের সাইকেল প্রয়োজন। আমি বিষয়টি উচ্চ আধিকারিকদের জানিয়েছি।'


No comments:
Post a Comment