17 February 2017

বেলডাঙা চক্রের বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম নওপুকুরিয়া জে. জে হাই স্কুল


ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৭ ফেব্রুয়ারি :  মুর্শিদাবাদ জেলার বেলডাঙা সি এল আর সি এর উদ্যোগে সর্বশিক্ষা মিশনের চক্র স্তরীয় বিজ্ঞান প্রদর্শনী তথা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ হরেকনগর এ এম ইনস্টিটিউশনে। বেলডাঙা চক্রের অন্তর্গত এম এস কে,  জুনিয়র হাই ও হাই স্কুল মিলিয়ে মোট ১২ টি বিদ্যালয়ের উচ্চ প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীতে অংশগ্রহন করে বলে জানান  বেলডাঙা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে। প্রদর্শনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হরেকনগর এ এম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহঃ সেলিম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রতিযোগিতামূলক এই প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে নওপুকুরিয়া জে জে হাই স্কুল।  হরেকনগর এ এম ইনস্টিটিউশন ও তাতলাপাড়া জুনিয়র হাই স্কুল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।


No comments:

Post a Comment