17 February 2017

বেলডাঙা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল


ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৭ ফেব্রুয়ারি :  মুর্শিদাবাদ জেলার বেলডাঙা স্টেডিয়াম মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার। বেলডাঙা বড়ুয়া যুবক সংঘের উদ্যোগে ৩২তম রমজান আলী ও মজিবুর রহমান নক-আউট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল রাজ্যের ৮টি দল। আজ তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। এদিন বেলডাঙা স্টেডিয়াম ফুটবল ময়দানে টুর্নামেন্ট ঘিরে ছিল স্থানীয় ফুটবল প্রেমীদের উন্মাদনা। বড়ুয়া যুবক সংঘের সম্পাদক আলাউদ্দিন মোল্লা জানান, মাঠে উপস্থিত হয়েছিলেন প্রায় ১০ হাজার দর্শক। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক দিপেন্দু বিশ্বাস সহ জেলার এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ফাইনালে মুখোমুখি হয়েছিল দেবগ্রাম ফুটবল ক্লাব বনাম  ও নদীয়ার কল্যাণী দেশবন্ধু সংগঠন। হাড্ডাহাড্ডি লড়াই-এর পর টাইবেকারে ৫-৪ গোলে জয়লাভ করে দেবগ্রাম ফুটবল ক্লাব। খেলার ম্যান অফ দ্য ম্যাচ হন শাহরুক হোসেন নদীয়ার কল্যাণী দেশবন্ধু সংগঠন হলের খেলোয়াড়। খেলার ম্যান অফ দ্য সিরিজ হন মুস্তাকিম আলি দেবগ্রাম ফুটবল ক্লাব-এর খেলোয়াড়। 


No comments:

Post a Comment