20 February 2017

বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক চালু করার দাবীতে ছাত্রদের রাজ্য সড়ক অবরোধ ও পুলিশে গাড়ি ভাঙচুর বেলডাঙায়


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২০ ফেব্রুয়ারি : বেলডাঙার কাজিসাহা হাই মাদ্রাসাতে উচ্চ মাধ্যমিক চালু করার দাবিতে পড়ুয়ারা বেলডাঙা-আমতলাগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সকাল ১১ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত। ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ এসে বিক্ষোভ তুলতে গেলে রাস্তা অবরোধকারী ছাত্ররা জানিয়ে দেয় তাদের মাদ্রাসাকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নত না করলে অবরোধ তোলা হবে না। ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় শিক্ষা দফতরের উচ্চ আধিকারিকরা না এলে অবরোধ তুলবে না তারা। ছাত্রদের অভিযোগ বারবার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ছাত্ররা দাবী করে কাজিসাহা গ্রামে মোট ১০ হাজার লোকের বসবাসের করে, এলাকায় একটি মাত্র হাই মাদ্রাসা। যেখানে খুব কষ্ট করে মাধ্যমিক পর্যন্ত পাস করে গেলেও উচ্চ মাধ্যমিকে পড়ার সুযোগ অনেকে পায়না, তাদের মাদ্রাসাকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নত করার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এই নিয়ে পুলিশের সঙ্গে বতসাই জড়িয়ে পড়ে ছাত্ররা। পুলিশ অবরোধ তুলতে গেলে ছাত্ররা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরে বেলডাঙা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণের অবরোধের জেরে বেলডাঙা-আমতলা রোডের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। 




No comments:

Post a Comment