16 February 2017

বেলডাঙাতে সর্বশিক্ষা মিশন চক্র স্তরীয় বিজ্ঞান প্রদর্শনীর শুভ সূচনা


ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৬ ফেব্রুয়ারি : মুর্শিদাবাদ জেলার বেলডাঙা সারগাছি সর্বশিক্ষা মিশনের চক্র স্তরীয় বিজ্ঞান প্রদর্শনীর শুভ সূচনা করলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সঙ্ঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ। বৃহস্পতিবার সারগাছি রামকৃষ্ণ মিশনে সকাল ১১ নাগাদ চক্র স্তরীয় বিজ্ঞান প্রদর্শনী শুরু হয়। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে বেলডাঙা ব্লকের এম এস কে ও উচ্চ প্রাথমিকের মোট ২৩ টি বিদ্যালয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সঙ্ঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ, সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজ বিশ্বময়ানন্দ মহারাজ, সারগাছি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন প্রদর্শনীতে প্রথম স্থানাধিকার করে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল ও দ্বিতীয় স্থানাধিকার করে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা। সারগাছি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে বলেন, ‘সর্বশিক্ষা মিশনের উদ্যোগে শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমরা সারগাছি চক্র স্তরীয় বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করি। এখানে চক্রের মোট ২৩ টি বিদ্যালয় অংশগ্রহন করে। এই প্রদর্শনীতে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজকে কাছে পেয়ে আমরা ধন্য।'



No comments:

Post a Comment