ওয়েবডেস্ক, বহরমপুর, ২০ ফেব্রুয়ারি : কবি সৈয়দ আহাসান আলীর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে কবির ২০ তম প্রয়ান দিবসে ২০ জন গুণীজনকে পুরস্কার প্রদান করা হল ২০ ফেব্রুয়ারি সোমবার। মুর্শিদাবাদ সাংবাদিক সংঘের বিজন সভাকক্ষে কবির পরিবার, জেলার বিশিষ্ট, রাজ্য ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় আজ সোমবার। অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন কবি পুত্র সৈয়দ আলাওল মীর। প্রধান অতিথি বিশিষ্ট কবি ও গল্পকার সুকুমার রুজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোক-সংস্কৃতি গবেষক পুলেকেন্দু সিংহ ও শক্তিনাথ ঝা। উপস্থিত ছিলেন সাংবাদিক জগন্নাথ মজুমদার, সাংবাদিক বিপ্লব বিশ্বাস, ছড়াকার আব্দুর রউফ বাপি, কবি চন্দন চক্রবর্তী, গল্পকার গৌতম দে, কবি দেবব্রত দে, কবি সন্তোষ রঞ্জন দাস, কবি সৌরভ হোসেন, কবি শাহের আলম সেলিম, কবি সামীম আকতার খান, কবি আবু সাইদ, কবি আফতাব উদ্দিন, সমাজসেবী মুকতাদির হোসেন মোল্লা, কবি জ্যোৎস্না সেন, কবি নুরুল হক, কবি কল্পনা কাজী, অভিনেতা রোহন গামা মীর, চিত্র সাংবাদিক সঞ্জীব প্রামাণিক, ফটোগ্রাফার আবুওলাইদুল্লা প্রমুখ। অনুষ্ঠানে ‘আবার এসেছি ফিরে’-এর সম্পাদক এবাদুল হক অসুস্থতার মধ্যে থেকেও অনুষ্ঠান মঞ্চে এসে অনুষ্ঠানের মান বৃদ্ধি করেছেন।এই অনুষ্ঠানের তৎপর্য তুলে ধরেন সমিতির সম্পাদক কথাকার রাজকুমার শেখ এবং সভাপতি কবি সৈয়দ শীষ মহাম্মদ। এই মনোজ্ঞ অনুষ্ঠানে গুণীজন সম্বোর্ধনার পাশাপাশি দুটি বই প্রকাশিত হয়। কবির জীবন দর্শন নিয়ে বিশিষ্ট সংগীতকার ও শিষ্য আমোদ আলীর লিখিত ‘মুক্ত মনের মানুষ’ এবং বিশিষ্ট কবি ও ছড়াকার ‘সোঁদামাটি’ সাহিত্য পত্রিকার সম্পাদক দীননাথ মণ্ডল-এর ‘এসো রং ছড়াই আকাশে’। অনুষ্ঠানের শুরুতেই শিশু শিল্পী শিঞ্জনী খানের উদ্বোধনী সংগীত সকলের মন কেড়ে নেয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কবি ও গল্পকার মোজাম্মেল সেখ , আব্দুল বারী। এই অনুষ্ঠানে যেসব গুণীজনদের সম্বোর্ধনা দেওয়া হল তারা হলেন-
কাজী আমিনুল ইসলাম - সাহিত্যিক, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।সুকুমার রুজ - কবি, ঔপন্যাসিক ও গল্পকার, কলকাতা।
আবুল কালাম - কবি, খড়গ্রাম, মুর্শিদাবাদ।
কল্যাণ ভট্টাচার্য - সাহিত্যিক, বর্ধমান।
এবাদুল হক - কবি ও গল্পকার, ভগবানগোলা, মুর্শিদাবাদ।
সাহাবুদ্দিন মণ্ডল - প্রাবন্ধিক, আমতলা, মুর্শিদাবাদ।
আব্দুর রব খান, সমাজসেবী, লালবাগ, মুর্শিদাবাদ।
রফিক আহম্মেদ খান - সাহিত্যিক, সালার, মুর্শিদাবাদ।
মজিবুর রহমান - নাট্যকার, ভাবতা, মুর্শিদাবাদ।
বংশীবদন প্রামাণিক - সংগীত শিল্পী ও সুরকার, বেলডাঙা, মুর্শিদাবাদ।
অপূর্ব কুমার সেন - সাংবাদিক, মুর্শিদাবাদ।
কাশীনাথ দত্ত - কবি, আমতলা, মুর্শিদাবাদ।
অরুণ ভট্টাচার্য - কবি, চাকদহ, নদীয়া।
তৈমুর খান- কবি, বীরভূম।
সুকুমার সরকার - কবি ও গল্পকার, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।
মুসা আলী - কবি ও ঔপন্যাসিক, দক্ষিণ ২৪ পরগণা ( অনুপস্থিত)।
আব্দুর রউফ - সাহিত্যিক, পলসন্ডা, নদীয়া।
আব্দুর সামাদ - কবি ও সাহিত্যিক, মালদা।
সুশীল রায় কর্মকার - কবি, কুচবিহার।
শাহনেয়াজ পারভিন শান্তি - কবি ও সাহিত্যিক, টাঙ্গাইল, বাংলাদেশ।




















No comments:
Post a Comment