ওয়েবডেস্ক, রেজিনগর, ৯ ফেব্রুয়ারি : প্রতিশ্রুতি মত সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পেয়ে ক্ষোভে স্কুলে তালা লাগল রেজিনগর থানার তেঘরি নাজিরপুর ইন্সটিটিউট-এর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিদ্যালয় শুরুর সময়ে স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় তারা। সমস্যার সূত্রপাত একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক্তন শিক্ষার্থীদের সাইকেল না পাওয়াকে নিয়ে। বেশ কিছুদিন থেকে শিক্ষার্থীরা ব্যাপারটি বিদ্যালয়ে জানালেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাদের। প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত সাইকেল পাইনি তারা। তবে স্কুলের প্রধান শিক্ষক সানি আহম্মেদ জানান- "ছাত্রদের তালিকা বিডিও অফিসে পাঠানো হয়েছে। যদি সেখান থেকে সাইকেল না আসে আমাদের কিছু করার নেই। তবে বিষয়টির জন্য ছাত্ররা কিছুটা সময় দিলে পুনরায় তালিকাসহ আবেদন উচ্চ আধিকারিকদের জানাবো।" কিন্তু ছাত্ররা লিখিত এব্যাপারে প্রতিশ্রুতি ও প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে ঘেরাও চালিয়ে যায়। একাদশ শ্রেণির ছাত্র হুমায়ুন কবির মোল্লা জানায়- 'আমরা তিনদিনের মধ্যে সাইকেল না পেলে আবার আন্দোলন করবো।' উল্লেখ্য গত ৩০শে জানুয়ারি একই দাবিতে পার্শ্ববর্তী স্কুল দাদপুর হাই স্কুলের ছাত্ররা ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করেছিল। বারবার এ ধরনের বিভ্রান্তিতে স্কুলের পঠন-পাঠনের পরিবেশ বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ আবিভাবকের একাংশ।


No comments:
Post a Comment