ওয়েবডেস্ক, বেলডাঙ্গা, ১০ই ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বেলডাঙ্গার নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুল যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করলো তাদের বাৎসরিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক ( মাধ্যমিক), মুর্শিদাবাদ শ্রীমতি পূরবী বিশ্বাস দে; জেলা বিদ্যালয় পরিদর্শক, একাডেমিক (মাধ্যমিক) , মুর্শিদাবাদ শ্রী বেণুধর কর্মকার; আরক্ষা আধিকারিক, বেলডাঙ্গা থানা শ্রী মৃণাল সিনহা; সহকারী বিদ্যলয় পরিদর্শক, সদর মহকুমা রুহুল আমিন; অবর বিদ্যলয় পরিদর্শক, বেলডাঙ্গা চক্র শ্রী দীপঙ্কর কোলে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রীমতি পূরবী বিশ্বাস দে এদিন বিদ্যালয়ের সুসজ্জিত স্থায়ী সংস্কৃতি চর্চা কেন্দ্র "সুরের ভেলা" সহ শিশুদের জন্য নির্মিত স্লিপ ও দোলনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিদ্যালয়ের সার্বিক সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা ও সাংস্কৃতিক কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন। বেলডাঙ্গা থানার আরক্ষা আধিকারিক মৃণাল সিনহা তাঁর বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধে এই বিদ্যালয়ের ভূমিকা ও প্রত্যন্ত গ্রামের মধ্যে প্রকৃত শিশুবান্ধব এরকম একটি বিদ্যালয় গড়ে তোলার প্রচেষ্টাকে সম্মান জানান। সহকারী বিদ্যালয় পরিদর্শক, সদর মহকুমা রুহুল আমিন তাঁর বক্তব্যে বিদ্যালয়টিকে জেলার কতিপয় অগ্রবর্তী বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম বলে মত প্রকাশ করেন। বিদ্যলয়ের প্রধান শিক্ষক মৃগাঙ্ক মৌলি বিশ্বাস বলেন, "শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন নয়, তাদের শারিরীক ও মানসিক বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের ছায়াকে সমাজের উপর ফেলার জন্যও আমরা দায়বদ্ধ।" অসংখ্য ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা এবং এলাকাবাসীদের উপস্থিতিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহঃ রাজীব হাসানের প্রাণবন্ত সঞ্চালনা অনুষ্ঠানটিতে অন্যরকম মাত্রা এনে দেয়।
বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান




No comments:
Post a Comment