ওয়েবডেস্ক, রেজিনগর, ৯ ফেব্রুয়ারি : সামনে আচমকা স্কুল গাড়ি এসে পড়লে পাথর ভর্তি লরির চালক অবস্থা বেগতিক দেখে পাল্টি খাওয়ালেন নিজের গাড়ি। ঘটনাটি ঘটেছে আজ রেজিনগর থানার দাদপুর বোলতলা মোড়ে ৩৪ নং জাতীয় সড়কে সকাল ৭টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্কুল গাড়িটি বোলতলার পশ্চিমদিকে  দাঁড়িয়ে ছিল হঠাৎ করে গাড়িটা রাস্তা পার হতে যায় অসতর্কভাবে তখনই কোলকাতা গামী লরিটি আপন রুটেই যাচ্ছিল, আচমকা স্কুল গাড়ি সামনে পড়ে যাওয়ায় লরি চালক নিজের গাড়িটি পাল্টি খাওয়ান। সামান্যর জন্য বেচেঁ গেল ২০টি সতেজ প্রাণ। চালকের সাহস ও সিদ্ধান্তকে এলাকার মানুষ কুর্নিশ জানিয়েছেন।
 


 
No comments:
Post a Comment