ওয়েবডেস্ক, বেলডাঙা, ৮ ফেব্রুয়ারি : বাল্যবিবাহ রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে বিদ্যালয়ে সচেতনতা শিবিরের আয়োজন করে প্রচার চালালো রেজিনগর থানার ওসি প্রশান্ত দত্ত। বুধবার রেজিনগর থানার সহযোগিতায় আন্দুল বেড়িয়া হাই স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিল রেজিনগর থানার ওসি প্রশান্ত দত্ত সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিন শিবিরে বাল্যবিবাহের ওপর একটি নাটক উপস্থাপন করে স্কুলের ছাত্রীরা। শিবিরে রেজিনগর থানার ওসি প্রশান্ত দত্ত বাল্যবিবাহের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন - ‘বাল্য বিবাহ একদিকে আইন এবং সংবিধানের লঙ্ঘন, অন্যদিকে বাল্য বিবাহের বর ও কনেকে তার ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়। স্বামী, সংসার, শ্বশুরবাড়ির সম্পর্কে বুঝে উঠার আগেই সংসার এবং পরিবারের ভারে আক্রান্ত হয় তারা। অন্যদিকে শ্বশুরবাড়ির থেকেও তার উপর চাপের সৃষ্টি হয়। শুরু হয় অশান্তি। পারিবারিক কলহ ও পারিবারিক নির্যাতন। এই পারিবারিক নির্যাতনের প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার হয় পরিবারের সবাই। বিশেষ করে ওই শিক্ষার্থীরা ভোগে নানা মানসিক অশান্তিতে । এতে তারা লেখাপড়ায় অমনোযোগী হয়। বাল্য বিবাহের শিকার ছেলে ও মেয়ের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনের মত মৌলিক মানবাধিকার লংঘিত হয়, যা তাকে তার সারাজীবনের জন্য ক্ষতিগ্রস্থ করে। অপরিণত বাড়ন্ত পুষ্ঠিহীন শরীরে বেড়ে উঠে আরেকটি অনাগত ভবিষ্যতও অপুষ্টিগত অভিশাপের বোঝা নিয়ে। জন্ম দেয় কিছুদিন পর আরেকটি অপুষ্টিতে আক্রান্ত প্রজন্ম। বেড়ে চলে মা ও নবাগত শিশুর জীবনের ঝুঁকি। তাই আমরা বাল্য বিবাহ রুখতে নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছি’। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা: আব্দুর রফিক বলেন, 'আমাদের বিদ্যালয়টি প্রত্যন্ত গ্রাম্য এলাকায় হওয়ায় এখানে সচেতনাতার অভাবে অল্প বয়েসে মেয়েদের বিয়ে হয়ে যায়। আমরা তাই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে রেজিনগর থানার সহযোগিতায় এই শিবিরের আয়োজন করেছি’।


No comments:
Post a Comment