ওয়েবডেস্ক, বেলডাঙা,
২৪ ফেব্রুয়ারি : বেলডাঙার হরেকনগর
ফারাজিপাড়াতে আগুন লেগে পুড়ে গেল ঘর ভর্তি আসবারপত্র। সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাটি
ঘটে এহিয়া সেখের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে আগুনের উৎস গোয়াল ঘরের সাঁজাল
থেকে। আগুন ক্রমে ছড়িয়ে পড়ে এহিয়া সেখের একতলা থেকে দুতলা ঘরেও। আগুনে বাড়ির
আসবারপত্র সহ কয়েক বস্তা ধান ও পাটকাঠির গাদা পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়
বাসিন্দাদের সহযোগীতায় মিনিট ৪০ পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় লোকেরা জানান
আগুনের ধোঁয়া প্রায় ৫০০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ঘটনাস্থলে বেলডাঙা থানার
পুলিশ এসে তদন্ত চালাচ্ছে।


No comments:
Post a Comment