ওয়েব ডেস্ক, রেজিনগর,
২১শে ফেব্রুয়ারি : মঙ্গলবার গভীর
শ্রদ্ধার সঙ্গে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস, বেলডাঙ্গা-২ ব্লকের দাদপুর হাই স্কুলে। ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বব্যাপি গভীর
শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সকল মাতৃভাষা প্রেমী মানুষের কাছে গভীর আবেগের দিন
আজ, ভাষা খেকো পাকিস্তানের হাত থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছিলেন
বাংলা মায়ের দামাল ছেলেরা, জীবনের মায়াকে তুচ্ছ করে বন্দুকের কাছে মাথা নত না করে
রক্ত দিয়ে মিটিয়ে ছিলেন মাতৃভাষার দাম। তাদের এই গভীর আত্ম ত্যাগের কথা মাথায় রেখে
এদিন স্কুল প্রাঙ্গণে শহিদ বেদি স্থাপন করে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করেন
স্কুলের প্রধান শিক্ষক সমীর কুমার মনি। শহিদের স্মরণে আত্মার শান্তি কামনায় দাদপুর স্কুল প্রাঙ্গণে থেকে শুরু করে ৩৪ নং
জাতীয় সড়ক হয়ে সারা এলাকা মোমবাতি মিছিল পরিক্রমা করে স্কুলের ছাত্র-ছাত্রী,
শিক্ষক, অভিভাবক সহ প্রাক্তনীরা মিছিলে পা মেলান। স্কুলের মূল অনুষ্ঠান মঞ্চে
জাতীয় সংগীতের পর সকলে সমবেত কন্ঠে গেয়ে উঠেন- আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে
ফেব্রুয়ারি আমি কী ভুলতে পারি। সারা দিন চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক
ভবতোষ বাবুর পরিচালনায় আন্তঃ স্কুল ক্যুইজ প্রতিযোগিতা ও শিক্ষক অনুপ দেবনাথের
পরিচালনায় স্কুলের পড়ুয়ারা মঞ্চস্থ করে নাটিকা “জ্ঞানের গুতো"। এদিন স্কুলের
দেওয়াল পত্রিকা “প্রবাহ” এর শুভ আবরণ উন্মোচন করেন স্কুলের প্রধান শিক্ষক। উপস্থিত ছিলেন প্রাক্তন
সেক্রেটারি ওদূত সেখ, বিশিষ্ট সমাজ সেবী অমরপ্রসাদ সাহা। স্কুলের সহকারি প্রধান
শিক্ষক আসাদুল্লা মল্লিক বলেন-“আজকের দিনের গুরুত্ব শুধু স্কুলের গন্ডী আর ছকে
বাঁধা বক্তৃতায় নয়, সকল মানুষের মনের ভাষায়, নিজের আত্মার অস্তিত্ত্বে, সুদুর
প্রসারী।”মোটের পর গভীর আবেগ ও উন্মাদনার সাথে পালিত হল আজকের দিনটি।


No comments:
Post a Comment