10 January 2017

বেলডাঙাতে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১ ব্যবসায়ী


ওয়েবডেস্ক, বেলডাঙ্গা, ১০ জানুয়ারি: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত হল এক ব্যবসায়ীর। নাম নাজমুল হোদা মোল্লা(৪৮)। বাড়ি মির্জাপুর মোল্লা পাড়া। তিনি ব্যবসা সূত্রে বর্তমানে  স্ত্রী ও ২ ছেলেমেয়েকে নিয়ে  বেলডাঙ্গা থানার মোড়ে বাস করতেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরের দিকে থানার মোড় সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে। পেছন থেকে বেলডাঙ্গাগামী একটি জিও গাড়ি ধাক্কা মারলে ঘটনাটি ঘটে। গাড়ি সহ চালক পলাতক। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়,  নাজমুল হোদা মোল্লা ভোরবেলায় ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার উদেশ্যে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। থানার মোড়ে জাতীয় সড়ক পার হবার সময় পিছন থেকে ধাক্কা মারে একটি জিও গাড়ি। স্থানীয় পথচারিরা তাকে গুরুতর আহত অবস্থায় পাশের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের এক আধিকারিক জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িটির খোঁজে তল্লাশি চলছে।


No comments:

Post a Comment