ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৭ জানুয়ারি : বেলডাঙাতে রাজ্যব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার। দেবকুন্ড ইউনিয়ন স্পোর্টিং ক্লাব উদ্যোগে শেখ নইমদ্দিন মিয়া ও আকবর আলী মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্টে রাজ্যের মোট আটটি দল অংশগ্রহন করে। এদিন দেবকুন্ড ফুটবল ময়দানে টুর্নামেন্ট ঘিরে ছিল স্থানীয় ফুটবল প্রেমীদের উন্মাদনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙা বিধায়ক সফিউজ্জামান, বেলডাঙা থানার ওসি মৃণাল সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। ফাইনালে মুখোমুখি হয়েছিল নব জাগরণ নদিয়া ও কৃষ্ণনগর সেন্ট্রাল টিম। হাড্ডাহাড্ডি লড়াই-এর পর টাইবেকারে ৫-৪ গোলে জয়লাভ করে নব জাগরণ নদিয়া টিম।


No comments:
Post a Comment