ওয়েবডেস্ক, ২৭ জানুয়ারি :বেলডাঙ্গা হাটপাড়া নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে 27 জানুয়ারি 2017 বেলা 3 টেয় দুঃস্থ ব্যক্তিদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হল । সমাজসেবামূলক এই কাজে উপস্থিত ছিলেন বিধায়ক মহঃ সফিউজ্জামান, বেলডাঙ্গা পৌরসভার 4, 5 ও 6 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবকবৃন্দ । হাটপাড়া নিউ স্টার ক্লাবের বিভিন্ন সদস্য ছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন সম্পাদক মোঃ বাসারাত আলম এবং সভাপতি মোঃ হুমায়ুন কবীর ।


No comments:
Post a Comment